"শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ" sch101880@yahoo.com
অনুসরণ করুনঃ

গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
রাজাপুর, ঝালকাঠি

এক নজরে


সবুজ মাঠ গাছ-গাছালী, নদী-নালা, খাল-বিল, অপার সৌন্দর্য্যমন্ডিত ৭০৬.৭৬ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট পরিপাটি জেলা ঝালকাঠি।  কবি জীবনানন্দ দাশ এর বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে কবিতার ধানসিঁড়ি নদীটি এ জেলায় অবস্থিত । এ জেলার আছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস । এ জেলাটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে  অবস্থিত হলে ও এর কিছু  বৈশিষ্ট রয়েছে ।সুগন্দা বিশখালি ধানসিঁড়ির মতো বিখ্যাত নদী  এ জেলায় বুক চিড়ে প্রবাহিত।

অবস্থান :  ঝালকাঠি বিষুব রেখার উত্তরে ২১.৪৮ থেকে ২৩.১৪ অক্ষাংশের মধ্যে এবং গ্রিনিচের পূর্বে  ৮৯.৫৫ থেকে ৯১.৪ দ্রাঘিমায় অবস্থিত। 

সীমানা : ঝালকাঠি জেলার উত্তরে ও পূর্বে বরিশাল জেলা অবস্থিত, দক্ষিনে  বরগুনা জেলা, পূর্বে- পটুয়াখালী জেলা ও পশ্চিমে রয়েছে পিরোজপুর জেলা।

আয়তন : ঝালকাঠি জেলার আয়তন ৭০৬.৭৬ বর্গ কিঃ মিঃ।